তিনি এখন হিরোর রোলের অফার পাচ্ছেন। পরিচালকরা যেচে আসছেন তাঁর কাছে। তিনি সোনু সুদ। লকডাইনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য নানারকম কল্যাণমূলক কাজ করে তিনি এখন শিরোনামে। দাবাং, যোধা আকবর আর সিমবা ফিল্মের অভিনেতা জাতীয় স্তরে এখন বহু আলোচিত একটি নাম।
শুক্রবার একটি ভার্চুয়াল সভায় সোনু নিজেই জানিয়েছেন লকডাউন কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছে। আগে ছবিতে তিনি কাজ করেছেন ভিলেনের রোলেই। সিমবা, আর রাজকুমার, অরুন্ধতী ফিল্মে তাঁর ভূমিকা ছিল নেতিবাচক।
তাঁর কথায়, আমি এখন হিরোর রোল পাচ্ছি। এটা আমার নতুন ইনিংস। নতুন পিচ। এটা বেশ মজার। ৪৭ বছরের সোনু জানান, একটি তেলুগু ফিল্মে তাঁর চরিত্রকে বদলে নতুন করে চিত্রনাট্য লেখা হয়েছে। নতুন করে আবার শুটিং করতে হয়েছে। উল্লেখ্য, লকডাউনের সময় তিনি বাস, ট্রেন এমনকী বিমান ভাড়া নিয়ে মুম্বইয়ে আটক পরিযায়ীদের ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন তিনি।
Post a Comment
Thank You for your important feedback