কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে তাঁকে অপসারণ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকলেন সৌম্যেন্দু অধিকারী। তিনি সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছোট ভাই। আদালত সূত্রে খবর, আগামী ৪ জানুয়ারি ওই মামলার শুনানি হতে পারে। মূলত তাঁকে অপসারণের পদ্ধতিগত বিষয় নিয়েই মামলাটি দায়ের করেছেন সৌম্যেন্দু অধিকারী।
রাজনৈতিক মহলের অভিমত, ঘটনাপ্রবাহ কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। উল্লেখ্য, শুভেন্দু ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। কিন্তু তাঁর দুই ভাই এবং বাবা এখনও শাসকদলেই রয়েছেন। তবুও আচমকা কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দুকে সরিয়ে দেওয়ায় জল্পনা বেড়ে যায়। এরমধ্যেই ভাইয়ের অপসারণ নিয়ে ঘনিষ্ঠমহলে অসন্তোষ প্রকাশ করেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। পুরো বিষয়ে হতাশ বাবা শিশির অধিকারীও। এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধেই মামলা ঠুকে অধিকারী পরিবারের ছোট ছেলে বুঝিয়ে দিলেন তিনিও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন।
Post a Comment
Thank You for your important feedback