স্ত্রী সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন ‘ব্যথিত’ সৌমিত্র


‘সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো’, বক্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। তাঁর স্ত্রী সুজাতা খাঁ ঘন্টাখানেক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ঘন্টাখানেক নীরব থাকার পরই রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই কেঁদে ভাসালেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, তিনি স্ত্রী-কে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাবেন। রাজ্যের দলবদলের নজির নতুন নয়, কিন্তু এবার যা ঘটল সেটা বঙ্গ রাজনীতি কেন, গোটা ভারতের রাজনীতিতেও বিরল। স্ত্রী দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার ঘন্টাখানেকের মধ্যেই স্বামী নাটকীয়ভাবে জানিয়ে দিলেন, তিনি স্ত্রী-কে ডিভোর্স দেবেন। 

এদিন স্ত্রী সুজাতা খাঁ-র প্রসঙ্গে কথা বলতে গিয়ে বারে বারে গলা কেঁপে যাচ্ছিল সৌমিত্রর। একবার কেঁদেই ফেললেন। কান্নাভেজা গলায় বললেন, সুজাতা, তুমি আমার জন্য যা যা করেছো, আমি তা এতটুকুও ভুলিনি, ভুলবও না। আমি চাই, তুমি তোমার পথে রাজনীতি করো। কিন্তু আমার কথা না শুনে তুমি আজ তৃণমূলের সঙ্গে চলে গেলে! আজ থেকে তোমায় ‘খাঁ’ পদবি থেকে মুক্তি দিলাম। আমি বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাচ্ছি। পাশাপাশি তিনি স্ত্রী-র নিরাপত্তা নিয়েও চিন্তিত, সেটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে পরিস্কার বললেন, ‘তৃণমূলের উদ্দেশে বলছি, আপনারা যেন ওকে খুন করে দেবেন না। ওর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। দয়া করে ওকে খারাপ কাজে ব্যবহার করবেন না’। 

উল্লেখ্য, তৃণমূল ভবনে যোগদান করার পর সুজাতা সৌমিত্র প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে দাবি করেছিলেন, আগামীদিনে সৌমিত্র খাঁ তৃণমূলে আসতেই পারেন। এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তৃণমূলে যোগ দিতেই পারেন। এর জবাবে সৌমিত্র তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়া তো দূর অস্ত, উল্টে সংসারই ভেঙে দিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ, তাঁর হাত ধরে স্ত্রী সুজাতাও এসেছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু গত শনিবার তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরই নাটকীয়ভাবে তৃণমূলে ফিরলেন সুজাতা। আর পুরো ঘটনায় ‘ব্যথিত’ স্বামী সৌমিত্র খাঁ পাঠাতে চলেছেন বিবাহ বিচ্ছেদের নোটিশ।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post