আপাতত বোর্ড সভাপতি সৌরভই, স্বস্তি সুপ্রিম কোর্টে

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) দেশের সর্বোচ্চ আদালতে লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। যারমধ্যে অন্যতম ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহর মেয়াদ বাড়ানোর আর্জি। দুই পদের মেয়াদই শেষ হয়েছে কয়েকমাস হল। ফলে আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। 

 

বুধবার সুপ্রিম কোর্ট বুধবার জানিয়েছে যে তাঁদের ব্যাপারে জানুয়ারিতে হবে পরবর্তী শুনানি। এই সময়ে তাঁরা বোর্ডের পদে থাকতে পারবেন।  ফলে আপাতত বোর্ড সভাপতি থাকছেন সৌরভ এবং বোর্ড সচিব ও যুগ্ম সচিব থাকছেন যথাক্রমে জয় শাহ এবং জয়েশ জর্জ। তাঁরা প্রত্যেকেই  ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতে থাকতে পারবেন স্বপদেই। প্রসঙ্গত, বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতে হয় সেই পদাধিকারীকে। এই নিয়মে সৌরভদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত আবেদনের শুনানি হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post