আচমকা রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায়, জল্পনা তুঙ্গে

রবিবার বিকেলে আচমকা রাজভবনে হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেই তিনি সৌজন্য সাক্ষ্যাৎ করতে এসেছেন বলেই ঢোকার মুখে জানিয়েছেন মহারাজ। কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই শোড়গোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে ভোটের আগে নতুন কোনও সমীকরণ তৈরি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? কারণ দীর্ঘদিন ধরেই জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন। পাশাপাশি তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে আচমকা রাজভবনে সৌরভের আগমন জল্পনা আরও বাড়িয়ে দিল। তবে ঠিক কি কারণে তিনি রাজভবনে এলেন সেটা খোলসা হয়নি। দেড় ঘন্টার বেশি সময় সৌরভ রাজভবনে ছিলেন।

জানা যাচ্ছে এই সাক্ষাৎকার পূর্ব নির্ধারিত ছিল না। দিনের দিনেই ঠিক হয়েছে বৈঠকের সিদ্ধান্ত। রাজভবন সূত্রেও জানা যাচ্ছে এটা একান্তই সৌজন্য সাক্ষাৎকার। তবুও রাজনৈতিক মহলের অভিমত, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকারে এতটা সময় লাগার কথা নয়। আবার কারোর মতে সাম্প্রতিক অতীতে সৌরভ রাজভবনে যাননি, কিন্তু আচমকা কেন তিনি গেলেন রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে। এর আগে একবার নবান্নে হাজির হয়েছিলেন বিসিসিআই সভাপতি। দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু পরে জানা গিয়েছিল, তাঁকে স্কুল তৈরির জন্য যে জমি রাজ্য সরকার দিয়েছিল তা ফেরত দিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবার তিনি এলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। বৈঠকের কারণ সম্পর্কে ধোঁয়াশা না কাটায় জল্পনা আরও জোরালো হল বলেই মনে করছেন বাংলার রাজনৈতিক মহল।


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post