বৃহস্পতিবার জিএমসি স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয় ওডিশা এফসি। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণ বাড়ায় কার্লেস কুদ্রাতের দল। তাতেই সম্পূর্ণ ভেঙে পড়ে ওডিশার রক্ষণভাগ। সুযোগ পেয়ে ম্যাচের ৩৮ মিনিটে হরমনজ্যোত খাবরা ওডিশার গোল লক্ষ্য করে বল বাড়ান। সেই বাড়ানো বলে হেড দিয়ে গোল করেন সুনীল ছেত্রী। তাঁর গোলই ওডিশাকে পিছনে ফেলে কিছুটা এগিয়ে যায় বেঙ্গালুরু। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে দু দলই জোর দেন রক্ষণভাগের দিকে। তার মধ্যেই ৭১ মিনিটের মাথায় ওডিশার হয়ে গোল করে ম্যাচের সমতা ফেরান স্টিভেন টেলার। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বেঙ্গালুরুর কোচ ম্যাচের ৭৩ মিনিটে দলে পরিবর্তন করেন, মাঠে নামেন ক্লেইটন সিলভা। ম্যাচের ৭৯ মিনিটে তাঁর গোলেই জয় পায় বেঙ্গালুরু। এই গোলর পর ঘুরে দাঁড়াতে পারেনি স্টুয়ার্ট ব্যাক্সটারের দল। বেঙ্গালুরু এফসি আইএসএলের ৬ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়ে রয়েছে লিগ তালিকার ৩ নম্বরে। অন্যদিকে, ওডিশা ৬ ম্যাচের মধ্যে পর পর চারটি ম্যাচ হেরে লিগ তালিকার ১০ নম্বরে।
Post a Comment
Thank You for your important feedback