এবার থেকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন সানি দেওল। কৃষক আন্দোলন প্রসঙ্গে কেন্দ্রের সমর্থনে গত সপ্তাহেই মন্তব্য করেছিলেন গুরুদাসপুরের সাংসদ সানি দেওল। এরপরই বাড়ানো হল অভিনেতা ও বিজেপি সাংসদের নিরাপত্তা।
উল্লেখ্য,
কৃষি আইনের সমর্থনে ৬ ডিসেম্বর টুইট করেন সানি।তিনি লেখেন, সকলের কাছে
অনুরোধ, এটা কেন্দ্র ও কৃষকদের মধ্যের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের
প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে
পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছনোর
চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ
করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়েরই পাশে আছি।
Post a Comment
Thank You for your important feedback