আন্দোলন কৃষকদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

আন্দোলন করা কৃষকদের মৌলিক অধিকার। তবে দিল্লিকে অবরুদ্ধ করার অধিকার তাঁদের নেই। শান্তিপূর্ণ বিক্ষোভ চলতে পারে। তাতে পুলিশ কোনও হস্তক্ষেপ করতে পারবে না। বৃহস্পতিবার এই মনতব্। করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। দিল্লির সীমান্তে কৃষকদের অবস্থানের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে তিনি বলেন, কেন্দ্র সমস্যার সমাধান করতে পারছে না। কৃষকদেরও তাঁদের আন্দোলনের ধরন বদলানো উচিত। তাঁর প্রশ্ন, কে বলতে পারে সেখানে হিংসাত্মক ঘটনা ঘটবে না? কারও জীবনের লোকসান হবে না? আদালত জনগণের জীবনযাত্রার কোনও বিপর্যয় চায় না। কৃষকরা দিল্লিতে ঢুকতে পারবেন কিনা তা ঠিক করবে সরকার, কোর্ট নয়। 

 

দিল্লি অবরুদ্ধ বলে সরকারি কৌসুলি যা বলছেন, তাকে অতিশয়োক্তি বলে জানিয়েছেন বোবদে। কেন্দ্রের বক্তব্য, বিপুল লোকসান ছাড়াও আন্দোলনে করোনা ছড়ানোর শঙ্কাও রয়েছে। উল্লেখ্য, বুধবারই তিনি সম্যা মেটাতে একটি কমিটি তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post