হাজার কোটির নয়া সংসদ ভবনের জোর করে শিলান্যাস, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

করোনা পরিস্থিতির মধ্যেই নতুন সংসদ ভবন তৈরিতে জোর দেওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ১০ নভেম্বর এর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার শীর্ষ আদালত বলেছে, শিলান্যাসের পর সেখানে কোনও নির্মাণ বা ভাঙাচোরা করা চলবে না। এর বিরুদ্ধে আদালতে মামলা ঝুলে থাকলেও এমন হুড়োতাড়া করে শিলান্যাস হচ্ছে কেন, জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।


সরকারপক্ষের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তা  মানতে রাজি হলে কোর্ট বলে কোনওকম রদবদল না করে অনুষ্ঠান করা যেতে পারে। তারা প্রকল্পের কাগজপত্র তৈরি করতে পারে। তবে কোনও নির্মাণ বা গাছকাটা চলবে না। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে এক হাজার কোটির নতুন সংসদভবন তৈরি করতে চলেছে মোদির সরকার। 

 

কোর্টের কথা, "আমরা ভেবেছিলাম আপনারা ওই প্রকল্পের কাগজপত্র তৈরি করার কাজ করবেন। কিন্তু এমন তেড়েফুঁড়ে নির্মাণের কাজ শুরু করবেন, তা ভাবিনি। কোনও স্থগিতাদেশ নেই মানে আপানারা নির্মাণকাজ শুরু করতে পারবেন এমনটা নয়। কোনও পরিষ্কার স্থগিতাদেশ দেওয়া হয়নি কারণ আশা করেছিলাম, আপনারা দায়িত্ববান, কোর্টের প্রতি সম্মান দেখাবেন। এখন খবরের কাগজ দেখে মনে হচ্ছে আপনারা নির্মাণের কাজে হাত দিতে চলেছেন।"



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post