বাবুল শুভেন্দু, হঠাৎ মনে হতে পারে মুদ্রণের ভুল। না একজন বাবুল সুপ্রিয়, অন্যজন শুভেন্দু অধিকারী। দুজন আপাতত দুটি দলের সদস্য হলেও এক হতে চলেছেন শীঘ্রই। দুজনেরই আজ জন্মদিন এবং সন তারিখ একই অথাৎ ১৫ ডিসেম্বর ১৯৭০। দুজনেই আজ জীবনের সুবর্ণ জয়ন্তী পার করলেন। স্বাভাবিকভাবে মনে হতে পারে তবে কি দুজনের চারিত্রিক গঠন একই। কিন্তু তা নয়। এটা ঠিক যে দুজনই রাজনীতির এবং পদত্যাগ বিষয়টি বাদ দিলে মন্ত্রিত্বও উপভোগ করেছেন। দুজনই সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবার থেকে আসা।
তবে অমিলও অনেক, বাবুল সঙ্গীত পরিবেশের পরিবার থেকে এসেছেন। বলিউডে নামকরা প্লেব্যাক সিঙ্গার ছিলেন। আচমকাই রাজনীতিতে আসা। অন্যদিকে রাজনীতির পরিবেশ ও পরিবার থেকে শুভেন্দুর আগমন। শুভেন্দু মনে করেন, দলে তিনি অসম্মানিত হচ্ছেন। কিন্তু বাবুল জানিয়েছেন, তিনি মন্ত্রী হবেন আশাও করেননি। তবে যাই হোক না কেন, দুজনকেই ২০২১ বিধানসভা নির্বাচনে একই মঞ্চে প্রচার করতে দেখা যাবে।
Post a Comment
Thank You for your important feedback