শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করল তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইদানিং কণিষ্কবাবু বিভিন্ন জায়গায় দলবিরোধী কথাবার্তা বলছেন। বিশেষকরে, শুভেন্দু দল ছাড়ার পর থেকে তাঁর আক্রমণ একেবারে চাঁছাছোলা। এমনকী, দলনেত্রীকে নিয়েও বিরূপ কথা বলেছেন তিনি। সমালোচনা করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্পেরও। কণিস্ক বলেছেন, বহিষ্কারে তাঁর কিছুই আসবে যাবে না। এই বহিষ্কার নিয়ে কিছু বলেননি জেলা সভাপতি শিশির অধিকারী।
অন্যদিকে, আগামী ১৫ তারিখ হলদিয়া হেলিপ্যাড ময়দানে ফের একটি অরাজনৈতিক সভা করবেন শুভেন্দু। স্বাধীনতা সংগ্রামী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক এবং হলদিয়া বন্দরের জনক সতীশচন্দ্র সামন্তের ১২১ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে হবে এই সভা। প্রধান বক্তা শুভেন্দু। এই সভা থেকে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও বিলি করবেন বিধায়ক।
Post a Comment
Thank You for your important feedback