মঙ্গলবার নন্দীগ্রামে বিজেপির উপর হামলার ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের সঙ্গে দেখা করে সবসময় তাঁদের পশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন শুভেন্দু জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন। ওই কর্মসূচি রাজনৈতিক ছিল না। প্রতিবছরই বজরংবলীর পুজো উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেও হামলা চালিয়েছে তৃণমূল। তিনি আরও বলেন, বিগতদিনে জমি রক্ষার আন্দোলনে লড়েছি, এবার মানুষের জন্য লড়ব। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। আহত বিজেপি কর্মীদের অনেককেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ও কয়েকজনকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভরি করা হয়। দুই হাসপাতালেই এদিন যান শুভেন্দু।
প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারীর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ওই জোনের অবজার্ভার হওয়ায় এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন সাংসদ। তবে ইতিমধ্যেই জেলায় বিজেপির সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছেন শুভেন্দু। এদিনের বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে শিশির অধিকারী ও দিব্যেন্দু বা সৌমেন্দুর সঙ্গে কোনও বিষয়ে কথা হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই।
Post a Comment
Thank You for your important feedback