মেদিনীপুরে আজ মমতার সভা, ‘আমরা দাদার অনুগামী’ পোস্টারে ছয়লাপ শহর

সোমবার দুপুরেই মেদিনীপুর কলেজ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, এই জনসভায় কমপক্ষে ১ লাখ সভ্য-সমর্থক উপস্থিত থাকবেন এই জনসভায়। কিন্তু তার আগেই অন্য চিত্র দেখা গেল মেদিনীপুর শহরে। সোমবার সকালে শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ে শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। যদিও মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে তৃণমূল কংগ্রেস তাঁর ছবি ও দলীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার লাগিয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় তোরণ তৈরি করেছে। 


 

এর মধ্যেই শুভেন্দুর সমর্থনে মেদিনীপুরের অধিকাংশ এলাকায় ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে ছয়লাপ হয়েছে। এমনকি রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন, সেই সার্কিট হাউসের সামনেও ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সভাস্থলের আশেপাশেও রয়েছে শুভেন্দুর ছবি সহ পোস্টার। তার কোনওটায় লেখা 'মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী’। পোস্টার ও ব্যানারগুলি কে বা কারা লাগিয়েছে সেটা নিয়ে অন্ধকারে তৃণমূল নেতৃত্ব। 



উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সভার ৪৮ ঘন্টা আগে শুভেন্দুর নামে সমস্ত ব্যানার-পোস্টার সরিয়ে দিয়েছিল শাসকদল। তার বদলে মুখ্যমন্ত্রীর  ব্যানার-পোস্টার ও কাটআউটে ভরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সভা শুরুর কয়েকঘন্টা আগেই ফের শুভেন্দুর সমর্থনে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর জনসভায় অধিকারী পরিবারের কোনও সদস্যেই থাকবেন না। এখন দেখার তাঁর খাস তালুকে দাঁড়িয়ে দলনেত্রী শুভেন্দুকে উদ্দেশ্য করে কি বার্তা দেন।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم