চর্চা চায়ের দোকান থেকে মন্দিরে


৭০/৮০ র দশকে দলবদলের একটা চর্চা থাকত চায়ের দোকানে যে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এ বছর কাকে তুলল কিংবা দলেই রয়ে গেলেন কারা। আজ আর সেভাবে দলবদল হয় না। এখন দল তৈরি করে কর্পোরেট দুনিয়া। কিন্তু বহুদিন বাদে শহর শহরতলির চায়ের দোকানগুলোয় শনিবারের ঠান্ডায় গরমাগরম আলোচনা আজ কে কে যাচ্ছে আর রয়ে গেলো কে কে। খবরের কাগজ প্রায় সবগুলোই পড়া হয়ে গেছে, চলছে মোবাইলে হুমড়ি খেয়ে খবরের চ্যানেলগুলো দেখার। আজ সকালে অন্তত সব পার্টির সমর্থকরা একসাথে। তার সঙ্গে গুজবও চলছে জোরদার।

পাশাপাশি মন্দিরগুলোতেও ভিড়। পুজো দেওয়ার হিড়িক। একে শনিবার তার উপর কিছুক্ষণ বাদে বারবেলা। কারও প্রার্থনা, দলটা দেখো ঠাকুর কিংবা এবার যেন পরিবর্তন হয়। পরিবর্তনের নেতারাও বিভিন্ন মন্দির দর্শন করে পুজো দিয়ে মেদিনীপুরের দিকে যাত্রা করছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post