অভিনেতা সোনু সুদের নামে একটি মন্দির। তেলেঙ্গানার দুব্বা তান্ডা গ্রামের লোকজন সোনুর নামে ওই মন্দির বানিয়েছেন। সোনুর মানবিক কাজকর্মকে শ্রদ্ধা জানাতেই এই মন্দির, জানিয়েছেন গ্রামবাসীরা। করোনার লকডাউনের সময় সোনুর কাজের স্বীকৃতি এই মন্দির। হ্যাপি নিউ ইয়ার ফিল্মের তারকা উদ্বোধন হয়েছে গত ২০ ডিসেম্বর। অনুষ্ঠানে গ্রামের লোকেরা ছাড়াও ছিলেন মূর্তির ভাস্করও।
লকডাউনে চূড়ান্ত মানবিক কষ্টের সময় সোনু পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন। তারপর থেকেই তিনি সারা দেশেই নানারকম কল্যাণমূলক কাজে জড়িয়েছেন। এমনকী, গরিবদের সাহায্য করতে তিনি তাঁর সম্পত্তি ১০ কোটি টাকায় বন্ধকও রেখেছেন। যাঁরা তাঁর সঙ্গে সোশাল মিডিয়ায় যোগাযোগ করেছেন, তাঁদের জন্যই কাজ করেছেন তিনি। স্থানীয়দের ভাষায়, সোনু তাঁদের কাছে ভগবান।
এখন তাঁর মূর্তির সামনে আরতি হচ্ছে, লোকগান গাইছেন গ্রামের লোকেরা। তাঁরা সোনুর নামে স্লোগান দেন। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে আপ্লুত সোনু নিজেই। ডুব্বা তান্ডা গ্রামের সবাইকে ধন্যবাদ জানিয়ে ৪৭ বছরের এই অভিনেতা বলেছেন, তিনি এর যোগ্য নন।
Post a Comment
Thank You for your important feedback