জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, শনিবার থেকে বাড়বে আরও


বৃহস্পতিবার রাত থেকেই বেশ ঠান্ডা পড়েছে কলকাতায়, দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার থেকে এরাজ্যে ঠান্ডা বাড়বে। পূর্বাভাসমতোই শুক্রবার সকালে ঠান্ডার দাপট দেখা যাচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ১৫ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৪ থেকে ১৩ হতে পারে। আকাশ এসপ্তাহে পরিষ্কারই থাকবে। ২৪ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা সামান্য বেড়ে ১৫ ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাস।

সেইসঙ্গে বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে। শনি ও রবিবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনটাই থাকবে। জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা। অবশেষে এমাসের মাঝামাঝি শীতের আমেজ বাংলাজুড়ে। গোটা উত্তর ভারতেই চলছে শৈত্যপ্রবাহ। সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। বৃহস্পতিবার পূর্ব রাজস্থানে তাপমাত্রা নামে ০.৫ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে দিল্লি-এনসিআর-এর তাপমাত্রা নামে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post