অনন্তনাগে এনকাউন্টার, গ্রেফতার আহত এক জঙ্গি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এনকাউন্টরে আহত এক জঙ্গি। পরে তাকে গ্রেফতার করা হয়।    

এক পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার সূত্র মারফত অনন্তনাগ জেলার বাবা গুন্ড খলিল এলাকায় সন্ত্রাসবাদীদের খবর পেয়ে তল্লাশি চালায় সুরক্ষা বাহিনী। সেই সময়ই সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। 

এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। বাকি জঙ্গিরা পালাতে পারলেও এনকাউন্টারে আহত অবস্থায় এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়। জাহির আব্বাস লোনে নামের ওই জঙ্গির তলপেটে গুলি লাগে। শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসা চলেছে তার।   



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post