হিন্দি ফিল্মি দুনিয়ায় হেমা মালিনী এক বিরাট নাম। অভিনয় থেকে রাজনীতি। ৭০ বছর পার হওয়া হেমা আজ খবর হন কিন্তু এসব কিছুই হত না যদি না ৫০ বছর আগে দেব আনন্দ তাঁর পাশে দাঁড়াতেন। ১৯৬৮ তে মাত্র ১৮ বছর বয়সে রাজ কাপুরের মতো শোম্যানের হাত ধরে সিনেমায় আসা এই তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ের। ছবি ফ্লপ। এরপর দক্ষিণ ভারতীয় হিন্দি ছবি ওয়ারিশ, নায়ক জিতেন্দ্র, ছবি হিট কিন্তু হেমাকে দর্শক নিলই না। হতাশ হেমা ভেবেই ছিলেন হিন্দি ছবি করে লাভ নেই, ভাবছেন তামিল ছবিতে যাবেন কিনা এমন সময়ে অফার এলো "জনি মেরা নাম" এর। আসত না যদি ওয়াহিদা রেহমান ছবি থেকে বেরিয়ে না আসতেন। আনন্দ গ্রুপের পছন্দের নায়িকা ছিলেন ওয়াহিদা, কিন্তু এই ছবির চিত্রনাট্য তাঁর পছন্দ হল না। তখন দেবসাহেব পরিচালক ভাই বিজয়কে নতুন নায়িকা হেমাকে নিতে বললেন।
তারপর ইতিহাস। দেব এবং বিজয় হেমাকে বোঝালেন ওই তামিল ঢঙে হিন্দি উচ্চারণ করা চলবে না। মাস্টার দিয়ে হিন্দি অভ্যাস করানো হল। তৈরি হল ছবি। কিন্তু রিলিজ করার সময়ে আরেক বিপত্তি। ঠিক আগের সপ্তাহে রিলিজ করলো রাজ কাপুরের "মেরে নাম জোকার"। কিন্তু জোকার ফ্লপ। সুপার ডুপার হিট করল জনি। যাত্রা শুরু হেমা মালিনীর ঠিক ৫০ বছর আগে।
Post a Comment
Thank You for your important feedback