অস্ট্রেলিয়ান জুজু


অস্ট্রেলিয়ায় গেলেই বিশ্বের যে কোনও দল স্বাভাবিক খেলার থেকে গুটিয়ে যায় কিন্তু মাঠে বা বাতাবরণে কি এমন সমস্যা আছে যার ফলে এই ব্যাটিং আতঙ্ক! এশিয়ার উপমহাদেশ ছাড়া বিশ্বের সর্বত্রই গ্রীষ্মকালে ক্রিকেট খেলে থাকে সেই দেশগুলি। অবশ্য এর রেওয়াজ শুরু হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে এপ্রিল থেকে জুলাই গ্রীষ্মকাল কিন্তু তবুও সে দেশে গ্রীষ্মে যা ঠান্ডা থাকে তা অন্য দেশ কল্পনাও করতে পারে না। আসলে ইংল্যান্ডে শীতকালে বরফ পরে কাজেই খেলার প্রশ্নই নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি গ্রীষ্মকাল হলেও ব্রিটিশ উপনিবেশ থাকার ফলে তারাও গ্রীষ্মকালেই ক্রিকেট খেলে। 

অস্ট্রেলিয়াতে যত ক্রিকেট মাঠ আছে সবই সমুদ্র পারে। এই মাঠগুলিতে আবহাওয়ার কারণে খুব একটা সুইং করে না। তাই বলা যেতেই পারে বাঁক খাওয়া বলে পতন হল বিদেশি দলগুলির ব্যাটিং। শুক্রবার যেমন সকালেই গতকালের রানের সাথে ১১ রান যোগ দিয়েই ভারতের অলআউট হয়ে গেল। সত্যিটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাঠ সবচাইতে দ্রুতগতির মাঠ। পিচে হালকা ঘাস থাকে এবং তিন দ্রুত গতির বোলার দিয়ে গোলার মতো বল করিয়ে বিপক্ষকে কোণঠাসা করে অজিদের চিরকালের স্ট্রাটেজি। কিন্তু কোহলিরাও পারলেন না কেন যুঝতে ? উত্তর একটাই, একটা কোহলি দিয়ে পুরো দল চলে না। আগামী দিনগুলি যে আরও ভয়ঙ্কর হবে তা আগাম বলে দেওয়া যায়।    

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post