কৃষি আইনের বিরোধিতায় গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করা কৃষি আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই আইনের বিরোধিতায় পথে নামলো শাসকদল। মঙ্গলবার সকাল থেকেই গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। তৃণমূলের কিষাণ খেতমজদুর ইউনিয়ন এই বিক্ষোভ কর্মসূচির উদ্যোক্তা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি চলবে তিনদিন। শেষদিন ১০ ডিসেম্বর গান্ধিমূর্তির পাদদেশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 কৃষি আইনের প্রতিবাদ এবং কৃষকদের পাশে থাকার বার্তা দিতে প্রতিদিনই মঞ্চে উপস্থিত থাকবেন শাসকদলের বিভিন্ন শীর্ষ নেতা-নেত্রীরা। মঞ্চের পাশেই ঝুড়ি করে বিভিন্ন সবজি রাখা হয়েছে। রাখা আছে লাঙল ও ট্রাক্টর। এছাড়া রাস্তায় ধান দিয়ে বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। উল্লেখ্য ,মঙ্গলবার কৃষক সংগঠনগুলির ডাকে ভারত বনধকেও নৈতিক সমর্থন করছে তৃণমূল কংগ্রেস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post