কৃষি আইনের বিরুদ্ধে ভারত বনধকে নৈতিক সমর্থন তৃণমূলের

কৃষক আন্দোলনকে সমর্থন করে রাজ্যে বিস্তারিত কর্মসূচি আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে জরুরি বৈঠক করে শাসকদলের শীর্ষ নেতারা। এই বৈঠকে কেন্দ্রকে চাপে রাখতে ওই কর্মসূচি নিয়েই আলোচনা হয় বলে জানা গিয়েছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকে শিরোমনি আকালি দলের ৯ সদস্য যোগ দিয়েছিলেন। এই দলের নেতৃত্ব দেন পাতিয়ালার প্রাক্তন সাংসদ প্রেম সিং চাঁদ মুরজা। 


 

তৃণমূল সাংসদ তথা লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর কৃষক সংগঠনগুলি কৃষি আইন নিয়ে যে ভারত বনধের ডাক দিয়েছে তাকে নৈতিক সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, আমরা চাই কৃষি বিল প্রত্যাহার করা হোক এবং স্ট্যান্ডিং কমিটিতে রিপোর্ট পাঠানো হোক। সুদীপবাবুর কথায়, কৃষি বিল তৈরির আগে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। উল্লেখ্য, দিল্লির সংঙ্ঘা সীমান্তে শুক্রবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন। সেখান থেকেই তিনি কৃষকদের সঙ্গে ফোনে মমতার কথা বলিয়ে দেন। মমতা তাঁদের আন্দোলনকে সমর্থন জানান।




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post