২০২৪ সালে ফের প্রেসিডেন্ট পদে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট। তিনি বলেন,"এই চার বছর অনবদ্য ছিল। আমরা চেষ্টা করছি আরও চারবছর আপনাদের সঙ্গে থাকার। তবে একান্তই সম্ভব না হলে, চারবছর পর আপনাদের সঙ্গে দেখা হবে।" মঙ্গলবারের ওই অনুষ্ঠানে রিপাবলিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এদিনও ট্রাম্প তাঁর বক্তব্যে নির্বাচনে পরাজয় নিয়ে বেশ কিছু অভিযোগ তোলেন বিরোধীদের উদ্দেশে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের ওই ভিডিওটি লাইভ শেয়ার করেন প্যাম পোলার্ড নামের এক মহিলা। সেই ভিডিওতে দেখা যায় হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে আগতরা সামাজিক দূরত্ব মেনে চলছেন না ও তাঁদের মধ্যে অনেককেই মাস্ক পড়তে দেখা যায়নি। যা নিয়েও শুরু হয়েছে বিতর্ক, কারণ ওই অনুষ্ঠানে আমেরিকার জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত নিয়মাবলী লঙ্ঘন হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback