সাময়িক বন্ধ ট্রাম্পের টুইটে লাইক-কমেন্ট অপশন

 


নির্বাচনে হার স্বীকার করতে রাজি নন ট্রাম্প। কারচুপির অভিযোগ নিয়ে নিজের মন্তব্যে অনড় আমেরিকার এই বিদায়ী প্রেসিডেন্ট। টুইটের মাধ্যমে বারবার ভিত্তিহীন অভিযোগ করায় সংস্থার তরফে একাধিকবার তাঁকে সতর্ক ও টুইট ফ্ল্যাগ করেও লাভ হয়নি। তাই এবার কড়া পদক্ষেপ নিল মাইক্রো ব্লগিং সাইটটি। শনিবার পরপর ট্রাম্পের বেশ কিছু টুইটে ফ্ল্যাগ করে সংস্থা। এরজেরে সাময়িক বন্ধ ট্রাম্পের টুইটে লাইক-কমেন্ট অপশন। তাঁর টুইট খুঁজে পেতেও বেশ বেগ পেতে হচ্ছেতবে কিছু কিছু টুইট এখনও শেয়ার করা যাচ্ছে। যদিও এইবিষয়ে কিছু বলা না হলেও বিকৃত বা ভুয়ো তথ্য সম্বলিত টুইটকে ফ্ল্যাগ করবে বলে জানিয়েছে টুইটার। যে কোনও ইউজারই সেটি রিটুইট বা শেয়ার করতে গেলে তাঁকে সতর্ক করবে কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post