সরকারি টাকা জালিয়াতিতে গ্রেফতার ২

সরকারি কাজে জালিয়াতি করে টাকা হাতানের অভিযোগে ধৃত দুই। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদুডিয়ায় বিএলআরও অফিসে সরকারি জমির দলিল লেখা সহ জমি সংক্রান্ত কাজের টাকা জমা দেওয়া হত অনলাইনে। সেই সরকারি খাতে টাকা জমা নেওয়া হত বিএলআরও অফিসের পাশের একটি দোকানে। সেই দোকানের মালিক সরকারি খাতে কম টাকা জমা করে অনলাইনে বেশি টাকার নকল রসিদ বানিয়ে দেখাত।
বাদুডিয়া বিএলআরও সুদীপ্ত বন্দোপাধ্যায়ের চোখে পড়ে এই বিষয়টি। তখন তিনি বাদুড়িয়া থানায় ঘটনাটি জানান। বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক অনিল শাহের নেতৃত্বে ওই দোকানে হানা দিয়ে দোকানের মালিক ও কর্মচারীকে গ্রেফতার করে। সঙ্গে দোকান থেকে কম্পিউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে দোকানের মালিকের নাম হাবিব মোল্লা। বাদুড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনাটির সঙ্গে অন্য কেউ যুক্ত আছেন কিনা। বুধবার ধৃত দুই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post