কলকাতায় লন্ডন ফেরত দুই যাত্রীর শরীরে মিলল করোনা


ইংল্যান্ডে নতুন করে করোনার আতঙ্ক থাবা বসিয়েছে। সেখানে সম্প্রতি মিলেছে করোনা ভাইরাসের নতুন প্রজাতির। সেটি নাকি আগের থেকেও বেশি সংক্রমক। এই পরিস্থিতিতে লন্ডন ফেরত দুই বিমানযাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। কলকাতা বিমানবন্দরে ওই দুই যাত্রী সম্প্রতি অবতরণ করেছিলেন। দুজনেই কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ বেড়েছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের। 

উল্লেখ্য, লন্ডন সহ ব্রিটেনের বিস্তীর্ণ এলাকায় নতুন করে লকডাউন জারি করেছে সরকার। কারণ নতুন করোনা ভাইরাসের জেরে ভয়ে কম্পমান ব্রিটেনবাসী। এই পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ রেখেছে ভারত-সহ বিশ্বের অন্তত ৪০টি দেশ। এরমধ্যেই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে কলকাতায় আসা একটি বিমানের দুই যাত্রীর শরীরে মিলল করোনার অস্তিত্ব। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরেই লন্ডন থেকে ২২২ জন যাত্রী নিয়ে কলকাতায় আসে বিমানটি। ওই যাত্রীদের মধ্যে ২৫ জনের করোনা পরীক্ষা করানো ছিল না। ফলে কলকাতায় অবতরণের পরই তাঁদের করোনা পরীক্ষা করানো হয়। আর তাঁদের মধ্যে দুজনের শরীরে মিলল মারণ ভাইরাস। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে পাঠিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও জানা যাচ্ছে লন্ডন থেকে দিল্লি ফেরা বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের শরীরেও মিলেছে করোনা। তবে এই ভাইরাসটি নতুন প্রকৃতির কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post