উত্তর ২৪ পরগনায় হাবড়া থানার বদর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হল দুই আগ্নেয়াস্ত্র বিক্রেতাকে। জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ বাবলু আলম (২৯) ওরফে কানকাটা বাবলু এবং মোহাম্মদ রফিক মন্ডল (৪৯) ওরফে হাতকাটা রফিক নামে তাঁরা পরিচিত। পুলিশ জানিয়েছে তাঁদের বাড়ি হাবড়া থানার আনোয়ারবেরিয়া এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বদর বাজার এলাকায় হানা দেয় হাবড়া থানার পুলিশ। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয় দুই দুজনকে। তাঁদের কাছ থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয় হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রের খবর পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন, তারা আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বিক্রির উদ্দেশ্যে বদর বাজারে এসেছিল। কিন্তু বিক্রির আগেই পুলিশের কাছে ধরা পড়ে দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতরা একাধিকবার আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং অসামাজিক কার্যকলাপের জন্য বহুবার জেলে গিয়েছে। ধৃতরা এই আগ্নেয়াস্ত্র কোথায় পেয়েছে, কার কাছে বিক্রি করতে চাইছে এবং কে কে এই আগ্নেয়াস্ত্র কেনার সঙ্গে যুক্ত রয়েছে হাবড়া থানার পুলিশ সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে। ধৃতদের সোমবার বারাসাত আদালতে তোলা হবে বলে হাবড়া থানার পুলিশ জানিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback