এরই পাশাপাশি প্রথম করোনা টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে আমেরিকায়। ফাইজারের টিকাকে ব্যবহারের উপযুক্ত বলে জানিয়েছেন মার্কিন ড্রাগ কন্ট্রোলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যেই টিকাদান শুরু হয়ে যাবে। সোমবার ১৪৫টি জায়গায় টিকাদান চলবে। প্রথমদিকে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের দেওয়া হবে।
অন্যদিকে, ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হলেন ৩০,২৫৪ জন। মোট আক্রান্ত এখন ৯৮,৫৭,৫৪৬। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের। মোট মৃতের সংখ্যা এখন ১,৪৩,০১৯ জন। মোট সুস্থ ৯৩,৫৭,৪৬৪ জন। অন্যদিকে, শনিবার সন্ধেয় আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback