করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং। শুক্রবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়েছে। টুইটে ত্রিবেন্দ্র জানিয়েছেন, করোনা পরীক্ষার পর তিনি নিজেকে গৃহবন্দি রেখেছেন। সেইসঙ্গে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের নিজেদের আলাদা করে পরীক্ষা করাতেও বলেছেন। চামর স্বাস্থ্য ভালো রয়েছে। কোনওরকম লক্ষণও নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, উত্তরাখণ্ডে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬,৬০২ জন। মৃত ১,৩৮৪ জন। সুস্থ হয়েছেন ৭৭,২৪৩ জন।
Post a Comment
Thank You for your important feedback