সম্প্রতি করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন বরুণ ধাওয়ান। ইতিমধ্যেই চণ্ডীগড়ে রাজ মেহতা পরিচালিত যুগ যুগ জিও-র শুটিংও শুরু করেছেন তিনি। এবার সুস্থ হওয়ার পর ইনস্টাগ্রাম প্রোফাইলে কিয়ারা আদবানির সঙ্গে নিজের প্রথম সেলফি শেয়ার করলেন বরুণ। আর নিজের প্রিয় তারকাকে শুটিং ফ্লোরে ফিরতে দেখে উছ্বসিত অনুরাগীরাও।
সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় বরুণ। কিয়ারার সঙ্গে পোস্ট করা সেলফিতে বরুণ লিখেছেন, "And we’re back #jugjuggjeeyo with my praying partner @kiaraaliaadvani.” তবে সদ্য সুস্থ হওয়া তারকা কোভিড নিয়ে যথেষ্ট সতর্ক। ছবিতে কিয়ারা ও বরুণ দুজনকেই কালো রঙের মাস্ক পরে থাকতে দেখা গেছে। এর আগেও ইনস্টাগ্রাম পোস্টে তিনি করোনা সংক্রমণ থেকে বাঁচতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন করেছিলেন। উল্লেখ্য, নীতু কাপুরও করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন। বরুণ এবং কিয়ারার সঙ্গে যুগ যুগ জিও-এর শুটিংও শুরু করেছেন তিনি।
Post a Comment
Thank You for your important feedback