করোনা এবং আতঙ্কে মানুষ জমিয়ে খেতেই ভুলে গিয়েছিল। সম্বিৎ ফিরতেই পুজোর বাজারে বাঙালি বুঝলো খাদ্যদ্রব্য ধরাছোঁয়ার বাইরে। খরচ বেড়ে গিয়েছিল বিস্তর। কিন্তু ডিসেম্বর থেকে সবজির দাম নিম্নমুখী। শীতে অন্তত সবজি খেয়ে আনন্দ পেতেই পারে কারণ টাটকা সবজির মরশুম তো এটাই। আলু ৬০ টাকা থেকে নেমে ২২ টাকা, চন্দ্রমুখী ২৫ টাকা, পেয়াঁজ ৬০ টাকা থেকে নেমে ৪০/৪৫ টাকা। ১০ কিলোর বস্তা নিলে ৩৫ টাকা কিলো।
শুধু আলু পেয়াঁজ দিয়ে তো আর চলবে না, কপির মরশুমে গ্রামের দিকে গেলে ছোট ফুলকপি ৪/৬ টাকা, শহরে বড় ফুলকপি ১০/১২টাকা, এটি অবশ্য কোনওদিনই বাঙালি কেজি দরে কেনে না চোখের আন্দাজেই নিতে হয়।। টাটকা বেগুন খুব বেশি হলে ২০/২৫ টাকাষ টমেটো ছিল ৬০ হয়েছে ৪০ টাকা । এ ছাড়াও অন্যান্য সবজির দামও কমেছে। সমস্যা থাকছে মাছ, মাংসে এবং ডালে, দাম আজ ঊর্ধ্বমুখী ।
Post a Comment
Thank You for your important feedback