ন্যাশভিলে গাড়ি বিস্ফোরণ, আহত ৩

ক্রিসমাসের সকালেই ভয়াবহ বিস্ফোরণ আমেরিকার ন্যাশভিলে, আহত অন্তত ৩ জন। স্থানীয় পুলিশ প্রশাসনের মুখপাত্র ডন অ্যারন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই বিস্ফোরণ হয়। এটি পরিকল্পিত ছিল বলেই মনে করছেন তাঁরা। ঘটনার তদন্ত করছে এফবিআই। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি গাড়ির যোগাযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে বিস্ফোরণের আগে মহিলা কণ্ঠে রেকর্ড করা একটি সতর্কবার্তা বাজানো হয়েছিল। সেখানে বলা হয়, এখনই এলাকা খালি করে  দাও। একটা বোমা আছে। এই গাড়িতে একটি বোমা আছে। ১৫ মিনিটের মধ্যে গাড়িতে থাকা বোম ফাটতে চলেছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। তবে তাঁদের অবস্থা তেমন আশঙ্কাজনক ছিল না। খবর পেয়ে বিস্ফোরণস্থলে আসে দমকল বাহিনীও।   

স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁর বাড়ির সামনেই বিস্ফোরণটি হয়। বাড়ির জানালা পুরো ভেঙে গেছে। এমনকী রাস্তায় থাকা চারটি গাড়িও পুড়ে যায়। এদিকে এই বিস্ফোরণের কারণ জানতে এফবিআইয়ের নেতৃত্বে তদন্ত হবে বলে জানিয়েছেন, মুখপাত্র জোয়েল সিসকোভিচ। ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সংক্রান্ত ফেডারেল তদন্তকারীরাও বিস্ফোরণস্থলে ছিলেন। তাঁরাও বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্তের স্বার্থে আপাতত গোটা এলাকা সিল করা  হয়েছে। বেশ কয়েকটি বাড়িও ইতিমধ্যে ফাঁকা করে দেওয়া হয়েছে।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post