বাঁকুড়া, মেদিনীপুরের গ্রামে দলছুট হাতির তাণ্ডব

একটি দলছুট হাতি বাঁকুড়ার ইন্দপুর রেঞ্জের পাথরাকাটা গ্রামে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালেই হাতিটি স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে৷ এর আগে কখনও এই এলাকায় হাতির দেখা মেলেনি। যদিও স্থানীয় বনদফতরের কর্মীরা হাতিটিকে গ্রাম থেকে ছোটগড়া জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন। সেখান থেকে হাতিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য কোনও গভীর জঙ্গলের দিকে। মনে করা হচ্ছে, হাতিটি দল ছুট হয়ে গঙ্গাজলঘাঁটি, ঝাটিপাহাড়ি হয়ে এই এলাকায় এসে পৌছেছে। পুরুলিয়ার দিক থেকেও হাতিটি এসে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। 

এদিনই সাত সকালে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে দলমার আরেক দলছুট হাতি গ্রামে ঢুকে দাপিয়ে বেরিয়েছে। হুলুস্থুল একাধিক বাড়িতে ঢুঁ মারে হাতিটি। এই গ্রামের পাশের জঙ্গলে দিন দুয়েক ধরেই দেখা মিলছিল দলছুট দাঁতালটির। খাবারের খোঁজেই সাতসকালে হাতিটি গ্রামে ঢুকেছিল বলে দাবি স্থানীয়দের। তবে এখনও পর্যন্ত দেখা মেলেনি বনদফতরের কর্মীদের, তাই প্রাণের ঝুঁকি নিয়ে হাতিটিকে কোনওক্রমে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post