জানুয়ারিতে নতুন অতিথি আসছে বিরাট ও অনুষ্কার ঘরে। তারই পাশাপাশি শুক্রবার ১১ ডিসেম্বর তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী। তিনবছর আগে ইতালিতে তাঁদের বিয়ে হয়, অবশ্য রিসেপশন হয় পরে। আজকের দিনটি বিরাটের কাছে স্মৃতিমধু। আজই অস্ট্রেলিয়া থেকে অনুষ্কার কাছে বার্তা এসেছে বিরাটের তরফ থেকে। তিনি লিখেছেন, জীবনভরের আনন্দে আছি আমি। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন স্ত্রীকে।
আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন ও রাতের পিঙ্ক বলের প্রথম টেস্ট, টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাটকে পিতৃকালীন ছুটিও দিয়েছে। ঘনিষ্ঠ মহলে বিরাট জানিয়েছেন যে, প্রথম সন্তান, তাই তিনি অত্যন্ত নার্ভাস রয়েছেন। তাঁর এই ফিরে আসা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এবং হচ্ছেও বটে কিন্তু সরকারিভাবে তিনি মুখ খোলেননি।
3 years and onto a lifetime together ❤️ pic.twitter.com/a30gdU87vS
— Virat Kohli (@imVkohli) December 11, 2020
Post a Comment
Thank You for your important feedback