পিঙ্ক বলের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের


বৃহস্পতিবার শুরু হল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পিঙ্ক বলের টেস্ট সিরিজ। চার ম্যাচের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ অ্যাডিলেড স্টেডিয়ামে।  গত বছর ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ভারত পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু বিদেশের মাটিতে কোহলির দল এই প্রথম পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট৷পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট ম্যাচ খেলবে৷ বুধবার ভারতীয় দলের প্রথম একাদশ ঘোষনা করা হয়েছিল দলের তরফে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷ এই টেস্ট ম্যাচে অভিষেক ঘটল অজি খেলোয়াড় ক্যামেরন গ্রিনের। 

অ্যাডিলেড টেস্টে ভারতীয় একাদশ: পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন৷



ছবি সৌজন্য : BCCI-এর টুইটার  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post