বিরাট ফিরলে নতুনদের সুযোগঃ সচিন


কিংবদন্তি সচিন তেন্ডুলকর মনে করেন, বিরাট কোহলির একটি টেস্ট খেলে দেশে ফিরলে দলের ক্ষতি। কিন্তু তিনি এটাও মনে করেন, ক্রিকেটটা একটা টিম গেম। কে থাকল, কে ফিরল সেটা বড় কথা নয় বরং বিরাট ফিরলে নতুন কেউ সুযোগ পাবে। সচিনের ধারণা, গোলাপি বলে ভারত ভালোই খেলবে কারণ অনেকদিন বাদে ভারত টেস্ট খেলবে কিন্তু আরো ভালো হতো যদি দ্বিতীয় বা তৃতীয় টেস্টে গোলাপি বলে খেললে। ইশান্ত শর্মা না খেললে নটরাজন সুযোগ পেতে পারেন ধারণা লিটল চ্যাম্পিয়নের।

তবে সচিন সওয়াল করলেন তাঁর রাজ্যের রোহিত শর্মাকে নিয়ে। তিনি মনে করেন রোহিত নিজের শরীরের অবস্থা ঠিক করে অস্ট্রেলিয়া যাক। তিনি মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডই সঠি ভাবে জানাবেন রোহিতের সফর নিয়ে। তবে এটা বাস্তব, তাঁর প্রচার মাধ্যমের সামনে বক্তব্যে কোহলির থেকে রোহিত উঠে এসেছেন বেশি।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post