করোনা আবহেই ছেলের বিয়েতে অতিথিদের বাড়িতেই খাবারের হোম ডেলিভারি

 

করোনা আবহে মানুষ দেখেছে অনেক কিছুই। বাড়িতে বসেই স্কুল-কলেজের অনলাইন ক্লাস বা ভিডিও কলের সাহায্যে বর-কনের বিয়ে। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্যরকম। করোনা আবহে বিয়ের আসর মানেই মানতে হবে করোনাবিধি। নিয়ম না মানলে বিয়ে বাড়ি থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ। তাই নিমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়ছেন বর বা কনের বহু আত্মীয়-স্বজন। কিন্তু কখনও কি দেখেছেন বিয়েবাড়ির খাবার হোম ডেলিভারি হতে?



হ্যাঁ, এমন ঘটনাই ঘটল চেন্নাইয়ে। ছেলের বিয়ের উপলক্ষে তাঁর ৭০০ জন অতিথির বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হল খাবার। ছেলের বিয়ে বলে কথা, তাই জাঁকজমক ভাবে আয়োজন করতেই হবে। কিন্তু করোনা আবহে আসবেন কতজন? এই চিন্তাই ঘুরপাক খাচ্ছিল বরকর্তার। অনেক ভেবে ওই ব্যক্তি এক অভিনব উপায় বের করলেন। যাদের আমন্ত্রণ করতেন, তাঁদের বাড়িতেই সটান পাঠিয়ে দিলেন বিয়ে বাড়ির ভোজ। প্রশংসিত হলেন আত্মীয়-স্বজনদের কাছে। পাশাপাশি নেটিজনদের কাছেও ধন্য ধন্য হল এই উদ্যোগ। 




জানা গিয়েছে, হোম ডেলিভারি জন্য ১২ রকমের পদ ছিল। রান্না ও পাঠানোর দায়িত্ব ছিল আরাসুভাই আরসু নামে ক্যাটারিং সংস্থার ওপর। যাতে ছিল সম্বর, রসম, পুলি, সাধাম সহ অনেক দক্ষিণী পদ। সুদৃশ্য ব্যাগে পাঠানো খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল কলাপাতাও। লজিস্টিকস সংস্থা উনানু টেকনোলজিসের সাহায্যে ৭০০ জন অতিথির বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই খাবার। সঙ্গে ছিল একটি পত্র, যাতে লেখা নবদম্পতিকে আশীর্বাদ করে ওই খাবার গ্রহণ করুন। শুধু চেন্নাইয়েই সীমাবদ্ধ ছিল না হোম ডেলিভারি, শহরের বাইরেও অতিথিদের বাড়ি পৌঁছেছে সুস্বাদু খাবারের প্যাকেট। অনেকেই বিষয়টিতে অভিনবত্ব খুঁজে পেয়ে ট্যুইট করে মজার মজার কথা লিখলেন।

      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post