মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই, এবার রাজ্যের তরফে জারি হল সরকারি বিজ্ঞপ্তি। আগামী ১ জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীরা ৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘভাতা পাবেন। প্রসঙ্গত, ডিএ ইস্যুতে বিভিন্ন রাজ্য সরকারি সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। তবুও টানাপোড়েন কাটেনি। এরমধ্যেই গত ৩ ডিসেম্বর তৃণমূলের রাজ্য কর্মচারী ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা জানিয়েছিলেন। সেইসঙ্গে জানিয়েছিলেন, এতেই রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ২,২০০ কোটি টাকা। অবশেষে রাজ্যের অর্থ দফতর সরকারিভাবে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল। এতে উপকৃত হবেন প্রায় ৫০ লাখ রাজ্য সরকারি কর্মচারী।
Post a Comment
Thank You for your important feedback