করোনা আবহে বহু খেলা আটকে আছে, ক্ষতি হয়েছে লক্ষ কোটি ডলার। যে যে দেশ এই বিশ্বক্রীড়ার দায়িত্ব নিয়েছিল ক্ষতি তাদের সবথেকে বেশি। প্রথমেই প্রশ্ন উঠেছে অলিম্পিক নিয়ে। এটি এমন এক সামগ্রিক খেলা যেখানে অংশগ্রহণ করে বিশ্বের সমস্ত দেশ। আমেরিকা যেমন আছে তেমন উত্তর কোরিয়াও অংশ নিচ্ছে, ভারত পাকিস্তান একই মাঠে খেলছে, উপস্থিত থাকছে ইজরায়েলের পাশেই প্যালেস্টাইন। প্রতি লিপ ইয়ারে অলিম্পিক হয়ে থাকে, এবার দায়িত্বে ছিল টোকিও কিন্তু টুর্নামেন্ট না হওয়ার ফলে সুবিশাল অর্থের ক্ষতি হয়েছে তাদের। বুধবার জানা যাচ্ছে যে, ২০২১ এ ফের চেষ্টা চলবে অলিম্পিক করার।
শূন্য মাঠে ইউরোপের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হয়েছে এবছর, হয়েছে IPL এর মতো ক্রিকেট কিন্তু তার সাথে অলিম্পিককে গুলিয়ে ফেললে চলবে না। প্রথমত এই টুর্নামেন্ট সরকারি ফলে দেশের রাজকোষে হাত পরে তারপর গেট মানি এবং বিজ্ঞাপন দিয়ে উসুল করা হয় খরচের টাকা। দ্বিতীয়ত বিশ্বের বিভিন্ন ধনী সংস্থা এই টুর্নামেন্টে টাকা ঢালে প্রচারের জন্য। কিন্তু গেটমানির প্রশ্নই নেই যদি না দর্শক সমাগম হয়। ফুটবল, টেনিস, ক্রিকেট ইত্যাদিতে ঢালাও বিজ্ঞাপন পাওয়া যায় এবং অফিসিয়াল টিভি চ্যানেল বিপুল খরচ করে কিন্তু অলিম্পিক খেলায় দর্শক সংখ্যা অতি নগণ্য। ফলে বিজ্ঞাপন পাওয়াও মুশকিল। সম্প্রতি এক সার্ভে রিপোর্ট বলছে, ভারত এবং রাশিয়া ছাড়া দর্শক খুব বেশি নেই। আমেরিকা ইউরোপের মতো দেশগুলিতে পেশাদার খেলা ছাড়া টিভি দর্শক নেই। যদিও আমেরিকা জাপানকে জানিয়েছে যে অর্থনৈতিক সহযোগিতা করতে তারা প্রস্তুত। কিন্তু জাপান কিছুতেই ২০২১ সালের মে মাসের আগে এ বিষয়ে ভাবতে নারাজ।
Post a Comment
Thank You for your important feedback