১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে গোলাপি বলের দিনরাত্রির টেস্ট ম্যাচ। তার আগেই অজিদের বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দলের প্রথম একাদশ। ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে বেশ আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে।
ভারতীয় দলের ওপেনিং কে করবেন মায়াঙ্ক আগারওয়াল নাকি শুভমন গিল? যদি মায়াঙ্ক ওপেনিং করেন তাঁর সঙ্গী হবে কে পৃথ্বী শ ? সব কিছুর উত্তর পাওয়া গেল প্রথম একাদশ ঘোষণার পর। ভারতীয় দলের সমর্থকদের মধ্যে চর্চিত বিষয় ছিল ভারতীয় দলের উইকেটকিপার নিয়েও। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ঋদ্ধিমান সাহা প্রথম ইনিংসে ৪ বলে ০ ও দ্বিতীয় ইনিংসে ১০০ বলে ৫৪ রান করেছিলেন। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শতরান করেন ঋষভ পন্থ। তবুও অজিদের বিরুদ্ধে উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহাকে নেওয়া হল প্রথম একাদশে। অজিদের বিরুদ্ধে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। গোলাপি বলের টেস্ট ম্যাচে নেওয়া হয়েছে ভারতীয় দলের তিন পেস বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামির সঙ্গে রয়েছেন উমেশ যাদব।
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
Post a Comment
Thank You for your important feedback