বদলেছে বিনোদন জগতের সংজ্ঞা

২০২০ সালে বদলেছে অনেক সমীকরণ। আর এই বদল থেকে বাদ যায়নি বিনোদন জগৎও। করোনা আবহে আক্ষরিক অর্থেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য গেম চেঞ্জার হয়েছে এই বছর। এরআগে শুধুমাত্র ওটিটিতে মুক্তি পাওয়া কিছু ভিন্ন ধরনের ওয়েব সিরিজ বা সিনেমা দেখার জন্য এর রমরমা থাকলেও দর্শকের পরিসংখ্যা ছিল যথেষ্ট কম। এদিকে লকডাউনের সময় বন্ধ ছিল সিনেমা হল, ফলে বাড়িতে বসে বিঞ্জ-ওয়াচের জন্য ওটিটি প্ল্যাটফর্মেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। একধাপে প্রায় ২০০ শতাংশ ওটিটি ভিউয়িং বেড়ে গিয়েছে।



আর এই পরিস্থিতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের জীবিকা বাঁচিয়ে রাখতে একমাত্র ভরসা হয়েছে ওটিটি। কোভিড বদলে দিয়েছে সিনেমা জগতের চেনা ছবিটা। বন্ধ সিনেমাহল, স্বাভাবিকভাবেই বদলাতে বাধ্য হচ্ছে ইন্ডাস্ট্রি। প্রোডাকশন হাউসগুলিও এখন এই ওটিটি প্ল্যাটফর্মের জন্যই বানিয়েছে পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। শুধু সিনেমাই নয় মুক্তি পেয়েছে বহু ওয়েব সিরিজও। কিন্ত ওটিটি প্ল্যাটফর্মের রমরমা ইন্ডাস্ট্রিকে নতুন জীবন দিলেও চিন্তার ভাঁজ পড়েছে সিনেমা হল মালিকদের কপালে। কারণ ওয়েবস্ক্রিনই এখন নতুন সিলভার স্ক্রিন হয়ে উঠেছে।


 সুজিত সরকারের পরিচালনায় অমিতাভ-আয়ুষ্মানের গুলাবো সিতাবো, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা, বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবী-র মত সিনেমাগুলি মুক্তি পেয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মেই। এদিকে আনলক পর্বে  সিনেমা হলগুলি খুললেও খুব বেশি দর্শক হলমুখী হচ্ছেন না। সম্প্রতি বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত কুলি নং ১- ও মুক্তি পেয়েছে অনলাইনেই। শুধু বলিউডই নয়। বাদ থাকেনি বাংলা সিনেমা জগৎও। শুধু সিনেমাই নয় পাল্লা দিয়ে বেড়েছে আঞ্চলিক ওটিটি প্লাটফর্মের দর্শক সংখ্যাও। এমনকি নতুন কয়েকটি  স্ট্রিমিং অ্যাপও বাজারে এসেছে।

         
সিনেমার নির্মাতাদের দাবি, হলে রিলিজ করলে যত  দর্শক দেখতেন, তার চেয়ে কয়েকগুণ বেশি দর্শক দেখছেন সিনেমাটি। ফলে লাভের অঙ্কও বেশি থাকছে। এর আগের পরিস্থিতিতে ওটিটি রিলিজের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াত মাল্টিপ্লেক্স নির্মাতা সংস্থা। হল রিলিজের জন্য তাঁদের সঙ্গেই আগে চুক্তি করতে হত, পরে ছাড়পত্র মিলত ওটিটির জন্য। কিন্তু করোনা পরবর্তী সময়ে বদলেছে গোটা সমীকরণ। 

 
নয়া পরিস্থিতিতে দর্শকের চাহিদাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ওটিটি প্লাটফর্মে কোন সিনেমা দেখবেন আর কী বাদ দেবেন সেক্ষেত্রে ব্যবহারকারীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কন্টেন্ট নির্মাতাদের সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তবে অন্যদিকে, এতগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এর মধ্যে থেকে কোনটি দেখবেন সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দর্শকদের।


 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post