পূর্বাভাস ছিলই, উত্তুরে হাওয়া একটু ঢুকতেই সামান্য স্বস্তি মিলেছে প্যাচপ্যাচে গরম থেকে। সকালের দিকে অল্প ঠান্ডা থাকায় সংক্রান্তির আগে আবার শীত ফেরার আশায় শহরবাসী। এদিন মঙ্গলবার তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তবে তাপমাত্রা দুই ডিগ্রি কমলেও এখনই শীত ফেরার সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে নামবে পারদ। তবে একবারে নয়, ধাপে ধাপে ফিরবে শীত। কিন্তু তার স্থায়িত্ব কতটা তা নিয়েও রয়েছে সংশয়। তিন-চার দিন পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করেছে মৌসম ভবন। উত্তুরে হাওয়ায় অস্বস্তি কমলেও পৌষের শীতের আমেজ পাবেন না রাজ্যবাসী। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
Post a Comment
Thank You for your important feedback