দিঘা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু ১ মহিলার, আহত ৩।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে
জেলেপাড়ায়। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গ্যাস ট্যাঙ্কার সজোরে ধাক্কা
মারে একটি ছোট গাড়িকে। সকালে ঘন কুয়াশা থাকার কারণেই এই দুর্ঘটনা বলে
প্রাথমিক অনুমান। এদিকে ঘটনার পরই পালিয়ে যায় গ্যাস ট্যাঙ্কারটি। অভিযুক্ত
চালক ও কন্টেনারটির খোঁজে তল্লাশি শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
পুলিশ
সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং ব্যারাকপুর থেকে দুটি
পরিবার দুটি গাড়ি নিয়ে দিঘা যাচ্ছিলেন। সেইসময় একটি গ্যাস ট্যাঙ্কার
দ্রুতগতিতে একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে পুলিশের
অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল।তার উপর গতি বেশি থাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘাতক গাড়িটির চালক। গুরুতর জখম হন শুক্লা রায় (৫১)
নামে এক মহিলা যাত্রী। তাঁকে রক্তাক্ত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। আহত বাকি তিনজন
যাত্রীকেও ভর্তি করা হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতলে। দুর্ঘটনার জেরে
১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়।
Post a Comment
Thank You for your important feedback