মর্মান্তিক এক অগ্নীকাণ্ডে আগুনে ঝলসে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। এদের বয়স কয়েকদিন থেকে তিন মাসের মধ্যে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। ওই হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আগুন লাগে শুক্রবার রাত ২টো নাগাদ। তখন ওই বিভাগে ১৭ জন সদ্যোজাতর চিকিৎসা চলছিল। হাসপাতালের কর্মীরা কোনও রকমে ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও বাকিদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালেই। গভীর রাতে আগুন লাগার ফলে অনেকেই তখম ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টা নাগাদ একজন নার্স সর্বপ্রথম সেই বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তিনি দ্রুত হাসপাতালের কর্মী এবং চিকিৎসকদের খবর দেন। দ্রুতই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু অভিযোগ, ওই হাসপাতালের অগ্নীনির্বাপক যন্ত্র ঠিকঠাক কাজ করেনি।
Maharashtra Chief Minister Uddhav Thackeray spoke to Health Minister Rajesh Tope as well as District Collector and Superintendent of Police of Bhandara district over the fire incident in District General Hospital. He has also ordered a probe: Chief Minister's Office (CMO) https://t.co/ERZuBxVlsk
— ANI (@ANI) January 9, 2021
ইতিমধ্যে মৃত শিশুদের অভিভাবকদের সমস্ত ঘটনা জানানো হয়েছে। যে সাত শিশুকে উদ্ধার করা হয়েছে, তাদের অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। যদিও তাঁদের শরীরেও আগুনের আঁচ লেগেছে বলেই জানা যাচ্ছে। ওই হাসপাতালের আইসিইউ ওয়ার্ড, ডায়ালিসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র সরিয়ে দেওয়া হয় দ্রুত। ফলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়েনি। মহারাষ্ট্রের ভান্ডারার হাসপাতালের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘মহারাষ্ট্রের ভান্ডারায় হৃদয়-বিদারক দুর্ঘটনা। আমরা অনেক সদ্যোজাত শিশুদের হারিয়েছি। শোকতপ্ত পরিজনদের সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করছি’। তবে ঠিক কি কারণে এই আগুন লাগে সেটা জানা যায়নি। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন।
Post a Comment
Thank You for your important feedback