করোনা ভ্যাকসিন মোটামুটি প্রতিটি দেশেই চলে এসেছে বা
আসছে। ইউরোপ এ ব্যাপারে অনেক এগিয়ে, কিন্তু সমস্যা সেখানেই। সম্প্রতি
করোনা ভ্যাকসিন নেওয়ার পর সেদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই
বয়স্ক। তবে তাঁদের মৃত্যুর সঙ্গে ফাইজারের টিকার প্রত্যক্ষ যোগ এখনও
নিশ্চিতভাবে পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ১৩ জনের ডায়েরিয়া, বমিভাব, জ্বরের
মতো সাধারণ উপসর্গ ছিল। আরও ৯ জনের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তাঁদের অ্যালার্জি ও জ্বর হয়েছে। ডিসেম্বরের শেষ পর্যন্ত নরওয়েতে ৩৩ হাজার
বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে নরওয়েতে
টিকাকারণ শুরু হয়েছে। ঠিকই ছিল বয়স্ক এবং অন্য উপসর্গে, যথা উচ্চ
রক্তচাপ বা ব্লাডসুগার রোগীদের আগে টিকাকরণ করা হবে সেইসঙ্গে
স্বাস্থ্যকর্মীরাও আছেন। নরওয়ে কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই এই
বিপত্তির খবর সামনে আসে। নরওয়ের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ৮০ বছরের বেশি
বয়সীদের টিকা দিতে বারণ করেছে। টিকার সামান্য প্রতিক্রিয়াও তাঁদের পক্ষে
প্রাণঘাতী হতে পারে।
Post a Comment
Thank You for your important feedback