সৎকার করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৩ শ্মশানযাত্রীর

নিমতলা শ্মশান থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ শ্মশানযাত্রীর। গুরুতর জখম হন প্রায় ২৫ জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার মাইকেল নগরের কাছে। জানা যায়, পিকআপ ভ্যানের সামনের একটি চাকা ফেটে গাড়িটি উলটে যায়। চিকিৎসকরা জানান, মৃতদের নাম রামপদরাক সাউ (৫৫), অরুণ সাউ (৫৫) ও রাজু সাউ (২০)। তাঁরা সকলেই বরিশাল কলোনির বাসিন্দা। 

আহত এক ব্যক্তি শঙ্কর সাউ জানান, নিমতলায় তাঁর এক বন্ধুর বাবা নেতাজী পল্লীর বাসিন্দা মতিলাল সাউয়ের দেহ সৎকার করে ফিরছিলেন তাঁরা। গাড়িটিতে প্রায় ৪৫-৫০ জন শ্মশানযাত্রী ছিলেন। গাড়ির গতিবেগ বেশি না থাকলেও হঠাৎই এয়ারপোর্ট থানার বাঁকড়া মোড়ের কাছে মাইকেলনগরে পিকআপ ভ্যানের সামনের দিকের চাকাটি ফেটে যায়। এর ফলে নিয়ন্ত্রণ না রাখতে পেরে গাড়িটি রাস্তাতেই উলটে যায়। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে প্রথমে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গুরুতর আহত ২৫ জনের মধ্যে বারাসত হাসপাতালে ভর্তি ৯ জন, ৩ জনকে কলকাতা আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও এসএসকেএম হাসপাতালেও  ভর্তি করা হয়েছে একজনকে। বিভিন্ন নার্সিংহোমে বাকিদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষের জানানো হয়েছে, মৃত ৩ জনের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post