মিলান থেকে ফিরলেন রাহুল

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে না থেকে রাহুল গান্ধি বিদেশ সফরে গিয়েছিলেন এবং তখনও কৃষক আন্দোলন চলছিল দিল্লির কাছে। তাঁর এই বিদেশ সফর নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পরে গান্ধি পরিবার। অবশেষে তিনি ফিরলেন, জানা গেলো রাহুল ইতালির মিলানে গিয়েছিলেন তাঁর দিদিমার কাছে, কারণ অসুস্থতা। এই বক্তব্য অবশ্য কংগ্রেসের মুখপাত্র সূর্যেওয়ালার। তবে কৃষি আন্দোলন না ধরতে পারার জন্যে দলের অভ্যন্তরে এবং জোটসঙ্গীদের কাছে সমালোচিত হন রাহুল। আজ নরেন্দ্র মোদি সরকারের বিরোধী মুখ হওয়ার কোনও পরিকল্পনাই নেই কংগ্রেসের বলে ক্ষোভ প্রকাশ করেছে সরকার বিরোধী দলগুলি।
আজ অবশ্য রাহুল কৃষক আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তা দিয়ে চিঁড়ে ভেজেনি। টুইট করে সমালোচনা করেছে আপ দল। তারা বলেছে, রাহুল মিলান থেকে ফিরলেন কি ? হাতে আন্দোলনের রসদ থাকতেও গান্ধি পরিবার নিশ্চুপ কেন উঠছে প্রশ্ন, তাঁরা কি কোনও রাজনৈতিক চাপে রয়েছেন? কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল ফের ২০২২ এ দলের রাশ ধরবেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে না তো, প্রশ্ন দলের অভ্যন্তরে।     



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post