চাপে পড়ে ড্যানি ফক্সের নির্বাসন তুলল ফেডারেশন

শনিবারই জানা গিয়েছিল খারাপ রেফারিংয়ের জন্য আইএসএল ম্যাচ পরিচালনা থেকে সরানো হয়েছিল দুই রেফারিকে। এবার এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কের নির্বাসনও তুলে নিল এআইএফএফ। ফলে আজ (শনিবার) এফসি বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে আর কোনও অসুবিধা থাকল না ফক্সের। সম্প্রতি এফসি গোয়া সঙ্গে লাল কার্ড দেখানো হয়েছিল লাল-হলুদ শিবিরের অধিনায়ক ড্যানি ফক্সকে। লাল কার্ড দেখানো নিয়ে প্রশ্ন তুলে ও রেফারির বিরুদ্ধে কয়েকটি ভিডিও ক্লিপ সহ ইস্টবেঙ্গল চিঠি দিয়েছিল ফেডারেশন ও আইসএল আয়োজনকারী সংস্থাকে। আগেও একই অভিযোগে সরব হয়েছিল আইএসএলের অন্যান্য দলও। তারপরই নড়েচড়ে বসে দুই রেফারিকে চলতি আইএসএল থেকে সরিয়ে দেয় ফেডারেশন। এবার ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্সের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল এআইএফএফ। 

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচেই হলুদ কার্ড দেখেছিলেন লাল-হলুদ কোচ রবি ফাওলার। তাঁরও এক ম্যাচ নির্বাসন হয়ছিল। তবে গত ম্যাচের ভিডিও ফুটেজ দেখার পর ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্সের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও ছাড় পাচ্ছেন না ফাওলার। তাঁর উপর নির্বাসন বহাল রাখল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাঁর জায়গায় টনি গ্রান্ট বেঙ্গালুরু ম্যাচে দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। রবি ফাওলার একাধিকবার রেফারিং নিয়ে অভিযোগ তুলে বলেছেন, ‘আমরা তো ১২ জনের বিরুদ্ধেই খেলতে নামি’। শুধু এসসি ইস্টবেঙ্গল ন,য় চলতি আইএসএলের রেফারিং নিয়ে খুশি নন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ হাবাসও। খারাপ রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন জামশেদপুর এফসি সহ এফসি গোয়ার কোচও। ফক্সের নির্বাসন ওঠায় খুশি ইস্টবেঙ্গল, তবে খারাপ রেফারিংয়ের জন্য তাঁদের ন্যায্য গোল বাতিল নিয়ে ক্ষোভ কমেনি লাল-হলুদ সমর্থকদের।  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post