বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। শুক্রবারই ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া নামছে চতুর্থ অর্থাৎ শেষ টেস্ট খেলতে নামছে। কিন্তু সেই টেস্ট খেলতে মাঠে নামার আগে চরম সঙ্কটে ভারতীয় শিবির। এতদিন ম্যাচের আগের দিনই দল ঘোষণা করে দেওয়ার রীতি ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু এবার চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার প্রথম একাদশই ঘোষণা করা সম্ভব হল না ম্যাচের আগের দিন।
আপাতত জানা যাচ্ছে শুক্রবার সকালে ম্যাচ শুরুর আগে টসের সময় প্রথম একাদশ ঘোষণা করা হবে। একাধিত ক্রিকেটারের চোট-আঘাতে রীতিমতো মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় শিবির। এই পরিস্থিতিতে দল ঘোষণা করা সবচেয়ে সহজ ছিল। কারণ অনেকের চোট থাকায় এই মুহূর্তে সুস্থ ক্রিকেটারের সংখ্যা কম ভারতে। তবে কেন দল ঘোষণায় বাধা পড়ল? জানা যাচ্ছে যশপ্রীত বুমরাকে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতের টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পেটের ব্যথায় কাবু বুমরা। ফলে তাঁকে সুস্থ করে মাঠে নামাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। আসলে আগেই চোটের কবলে ছিটকে গিয়েছে মহম্মদ শামি, উমেশ যাদব। নেই রবিচন্দ্রন অশ্বিনও। আবার হনুমা বিহারি এবং রবীন্দ্র জাদেজারও চোট। এবার যদি বুমরা না খেলতে পারে তবে সম্পূর্ণ অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েই মাঠে গাব্বায় মাঠে নামতে বাধ্য হবে ভারতকে। এখন দেখার যশপ্রীত বুমরা শেষ পর্যন্ত মাঠে নামতে পারে কিনা।
Post a Comment
Thank You for your important feedback