সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। সংবাদ সংস্থা সূত্রে খবর, জুহুতে নিজের ছ’তলা বাড়িকে হোটেলে রূপান্তর করেছেন সোনু। কিন্তু এরজন্য পুরনিগমের প্রয়োজনীয় অনুমতি নেননি বলিউড তারকা। গত ৪ জানুয়ারি এই অভিযোগ দায়ের করে বিএমসি। জানা গেছে এই মামলার তদন্ত চলবে। তবে সোনুর পক্ষে স্বস্তির বিষয় যে, পুলিশ এখনও তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করেনি। যদি তিনি এই মামলায় দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে এই আবাসিক ভবনটির বিরুদ্ধে পদক্ষেপ নেবে বিএমসি। এদিকে সোনুর বিরুদ্ধে এই অভিযোগে বিএমসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
বিএমসি সূত্রে খবর, সোনুকে একটি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করেই তিনি নির্মাণ চালিয়ে যান। গত বছরের অক্টোবর মাসে অভিনেতাকে যে নোটিশ দেওয়া হয়, তার উত্তরও দেননি সোনু। এরপরেই এই সিদ্ধান্ত। এই বিতর্ক নিয়ে সোনু সুদ বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সোনুর ঘনিষ্ট মহলের মতে, বিএমসির অনুমতি তাঁর কাছে ছিল। কিন্তু মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল পরিচালনা কর্তৃপক্ষের ছাড়পত্র বাকি ছিল।
Post a Comment
Thank You for your important feedback