বাজেটের দিন যত এগিয়ে আসছে ততই শুল্ক নিয়ে বিভিন্ন শিল্পের নানান দাবি বা আর্জি আসছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। এবার সংবাদপত্র শিল্পের থেকেও এল শুল্ক ছাড়ের দাবি | নিউজ প্রিন্ট থেকে ৫% আমদানি শুল্ক তোলার আর্জি জানালো সংবাদপত্র শিল্প | এই শিল্পে সবথেকে বেশি খরচ হয় যে সব খাতে তার অন্যতম হল নিউজ প্রিন্ট | তাঁদের বক্তব্য, দেশে উন্নতমানের নিউজ প্রিন্টের অভাব থাকায় বিদেশ থেকে আমদানি করতেই হয়। এই বিষয়ে নির্মলা সীতারামনের হস্তক্ষেপ চায় ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি বা আইএনএস।
এই সংগঠনের সভাপতি এল আদিমূলক কেন্দ্রের কাছে শুল্কের বিষয়ে স্মারকলিপি দিয়েছেন, তিনি এই শিল্পে ত্রাণ প্রকল্পের দাবিও তুলেছেন। ভারতে তৈরি নিউজ প্রিন্টের প্রায় পুরোটাই দেশের সংবাদপত্র শিল্প ব্যবহার করে, এবং তাতে মালের ঘাটতি পরে কার্যত সে কারণে বিদেশ থেকে আমদানি করতে হয় নিউজ প্রিন্ট | প্রচার মাধমের প্রতি যে কোনও সরকার সহযোগিতার হাত বাড়ায়, দেখার বিষয় মোদি সরকার কি করে।
Post a Comment
Thank You for your important feedback